সুনামগঞ্জ -জগন্নাথপুর পুলিশের বিশেষ অভিযানে দুইজন আসামী গ্রেফতার


admin প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৪:২২ অপরাহ্ন /
সুনামগঞ্জ -জগন্নাথপুর পুলিশের বিশেষ অভিযানে দুইজন আসামী  গ্রেফতার

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ), ২৭ জুন ২০২৫:

জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে  দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইকবাল হোসেন (২৬) নামের একজন সক্রিয় রাজনৈতিক কর্মীকে। সে বালিকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস ও আমিনা বেগমের পুত্র। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা নং-১৭, তারিখ-২৯/১০/২০২৪, ধারা ১৫(৩)/২৫ডি – The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ জাহের (৩৫), পিতা-আব্দুল্লাহ মিয়া, সাং-দিঘলবাক নোয়াগাঁও, আশারকান্দি ইউনিয়নের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ননজিআর-১০৭/২৫ (জগঃ) মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

অভিযান পরিচালনায় অংশ নেন এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই লুৎফর রহমান, এসআই নুর উদ্দিন আহমেদ ও এসআই শাহ আলমসহ থানা পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা।