স্টাফ রিপোর্টার :
মাইক্রো বিজনেস সেন্টার, ইস্ট লন্ডন-এ(৮ই জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার) জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার বিস্তারিত
* সভাপতিত্ব করেন: মোহাম্মদ সুলুক আহমেদ, স্পিকার, টাওয়ার হ্যামলেট লন্ডন।
* প্রধান অতিথি ছিলেন: এস এ আজাদ আলী, সাবেক সভাপতি, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট লন্ডন।
* সভা পরিচালনা করেন: মোঃ আবুল হোসেন, আব্দুল মতিন লাকি, শামসুল ইসলাম রাজন এবং মির্জা নিকছন।
সভার উদ্দেশ্য ও আলোচনা
সভায় উপস্থিত বক্তারা জানান যে, ২০২৬ সালের ১৫ই এপ্রিল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় তাদের শতবর্ষ পূর্ণ করতে চলেছে। এই গৌরবোজ্জ্বল ঐতিহাসিক মুহূর্তকে সফলভাবে উদযাপন করার লক্ষ্যে সকলের মতামত ও দিকনির্দেশনা গ্রহণ করাই ছিল সভার মূল উদ্দেশ্য।
উল্লেখযোগ্য বক্তাগণ
সভায় যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে এস এ আজাদ আলী, এম আনা মিয়া, নজরুল ইসলাম লিজু, সুনু মিয়া, সোহেল আহমেদ, রাজু আহমেদ, রিজিক হাসান, আকিকুল রহমান চৌধুরী, নূর মিয়া, ইমরুল হক হীরক, জুনায়েদ আহমেদ, মিজানুর রহমান মিজান, মাসুম আহমেদ, কবির মিয়া, আলিফ মিয়া, রুবেল আহমেদ, রোমান আহমেদ, সুমন মিয়া, লাহিন আহমেদ, কাহার মিয়া, শায়েক আহমেদ, লুৎফুর রহমান, শিপন আহমেদ এবং সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্য
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ সুলুক আহমেদ এই বিদ্যালয়ের ছাত্র হতে পেরে গর্ব প্রকাশ করেন এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :