ব্যবসায়ী ও কন্ট্রাক্টর মোঃ আব্দুল রহিম পীর সাহেব আর নেই


admin প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন /
ব্যবসায়ী ও কন্ট্রাক্টর মোঃ আব্দুল রহিম পীর সাহেব আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি:

 

বিশিষ্ট ব্যবসায়ী ও কন্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল রহিম (পীর সাহেব) আর নেই। মুন্সিপাড়া বাড়ি জগন্নাথপুর নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে কাঁদিয়ে চিরদিনের মত না ফেরার দেশে চলে গেছেন। গত শনিবার ১২ই জুলাই,২০২৫, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৩ বছর।

মরহুম মোঃ আব্দুর রহিম (পীর সাহেব) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। মৃত মোহাম্মদ শেখ ফরিদ উল্লাহ সাহেবের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪  পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সামাজিক জীবনে তিনি ছিলেন এক অত্যন্ত সদালাপী, সদাশয় ও নিবেদিত প্রাণ এক মানুষ। মানবিক কর্মকান্ডে তার অংশগ্রহণ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে বহুবার।গরিব-দুঃখীদের পাশে থেকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

দল-মত নির্বিশেষে বহু শ্রেণী ও পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে মরহুম মোঃ আব্দুর রহিম (পীর সাহেব)-এর জানাজার নামাজ বাড়ি জগন্নাথপুর মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় (১৪ই জুলাই,২০২৫ রোজ সোমবার)।জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন করা হয়।