জগন্নাথপুর শাটার ভেঙে দোকান চুরি


admin প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ন /
জগন্নাথপুর শাটার ভেঙে দোকান চুরি

স্টাফ রিপোর্টার :

 

শুক্রবার,জুলাই ২০২৫। জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ডাকবাংলা রোডে একটি দোকানের শাটার ভেঙে চুরি হয়েছে। জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই ঘটনাটি ঘটে।
দোকানের মালিক মোহাম্মদ আব্দুল সাজিদ একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি জানান, ভোর ৫:৫০ মিনিটে তিনি দোকানে এসে দেখেন তালা ও শাটার ভাঙা। ভিতরে গিয়ে তিনি দেখতে পান, চার্জে রাখা একটি ব্যাটারিচালিত টমটম, কিছু নগদ টাকা এবং সিগারেট চুরি হয়ে গেছে।
খবর পেয়ে স্থানীয় কিছু দোকানদার ঘটনাস্থলে এসে আব্দুল সাজিদকে সান্ত্বনা দেন। ডাকবাংলা রোডের ব্যবসায়ী এবং তাছিন চুলা ঘরের মালিক মোঃ সোহেল মিয়া চুরি হওয়া সবুজ রঙের টমটমটি খুঁজে পেলে আব্দুল সাজিদের সাথে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে এ বিষয়ে প্রশাসনকে অবগত করার কথা জানানো হয়েছে।