জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় একজনসহ মোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন নিয়মিত মামলার এবং বাকি দুইজন আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।
থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই কামাল উদ্দিনসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মনির মিয়া (৫০), পিতা- মৃত তুরাব আলী, গ্রাম- সুনুয়াখাই লতিফনগর, ১নং কলকলিয়া ইউনিয়ন।
তিনি জগন্নাথপুর থানায় দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং-১৭, তারিখ-২৫/০৭/২০২৫; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড-১৮৬০) এর এজাহারনামীয় আসামী। তাকে গতকাল ২৫ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।
২. মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা- জমির মিয়া, গ্রাম- রৌডর প্রকাশিত জামালপুর, ইউনিয়ন- আশারকান্দি।
তিনি সিআর মামলা নং-৮/২৪ (জগন্নাথপুর) এর সাজাপ্রাপ্ত আসামী। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাকে ২৬ জুলাই গ্রেফতার করা হয়।
৩. রাজু মিয়া, পিতা- আবন মিয়া, গ্রাম- বড়কাপন, ডাকঘর- এ.বি. কাপন।
তিনি সিআর-১৫৭/২৩ (জগন্নাথপুর) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। তাকেও ২৬ জুলাই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামীকেই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বার্তা প্রেরক:
আমিনুর রহমান জিলু
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
মোবা: 01715357609
আপনার মতামত লিখুন :