জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় বসতঘরের বারান্দার তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোটর সাইকেল মালিক সাহাদুল ইসলাম (৪৩) অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাহাদুল ইসলাম তার বাড়ির বারান্দায় গ্রীলের ভিতরে তালাবদ্ধ অবস্থায় তার মালিকানাধীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল যার (রেজি. নং- SYLHET-LA-12-4272) রাখেন। গত ৩০ জুলাই রাতে আনুমানিক ১১টার দিকে তিনি ঘুমাতে যান। পরদিন ভোর ৬টায় ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গ্রীলের তালা ভাঙা এবং মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
ভুক্তভোগীর ভাষ্য মতে, তিনি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিষয়টি জানান এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন, তবে মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। চুরি হওয়া গাড়িটির বাজার মূল্য আনুমানিক ২,৩০,০০০ টাকা।
এ ঘটনায় সাহাদুল ইসলাম জগন্নাথপুর থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, অভিযোগটি প্রাপ্তির পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চোর শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :