স্টাফ রিপোর্ট :
হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো তাদের তিনটি প্রজেক্ট—ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং হ্যান্ডিক্রাফট প্রজেক্টের—সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকেল ৩টায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী এবং হাবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মতিন লাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বজলুর রশিদ চৌধুরী, জনাব মোঃ আশরাফ আলী, আব্দুল কাইয়ুম বাবর, মোহাম্মদ দিলওয়ার হোসেন, মোঃ কামাল হোসেন এবং শিক্ষক মোহাম্মদ রোমান আহমেদ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিবেশন করেন প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন লাকি তার বক্তব্যে বলেন,উনার সহযোগী পরিচালকূের নাম উল্লেখ করেন। উনারা সবার সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তিনি জানান, ভবিষ্যতে আইল টিএস প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অনুষ্ঠানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি মুগ্ধ হন। তিনি গ্রামের সবার কাছে সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই প্রতিষ্ঠানের কথা সবার কাছে ছড়িয়ে দেয়, যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। সবশেষে তিনি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তীব্র গরমের মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আপনার মতামত লিখুন :