
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমেদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রীর অভিভাবক, শিক্ষকের প্রতিনিধি গণ আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র ও সমঝোতা কপি ইউএনও বরাবর প্রদান করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ক্লাস চলাকালীন সময়ে ৭ম শ্রেণির ছাত্রী সাইদা বেগমের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমেদকে ১৩ নভেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ঐদিন রাতে শিক্ষক, ছাত্রীর পরিবার, স্থানীয় বিশিষ্টজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনাটি মানবিকভাবে সমাধান করা হয়। সেখানে শিক্ষক তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ছাত্রীর পরিবার তাকে ক্ষমা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন তার মেয়ে এবং তার পরিবারের পক্ষ থেকে ঐ শিক্ষকের ওপর কোনো অভিযোগ নাই।
এই সমঝোতার ভিত্তিতে আজ ১৭ নভেম্বর সকালে ছাত্রীর পরিবার, শিক্ষক পরিবার, এডহক কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঐ শিক্ষকের স্থগিতাদেশ পুনর্বহাল চেয়ে আবেদনপত্র এবং স্বাক্ষরিত সমঝোতা কপির মূল নথি জমা দেন।
প্রতিনিধিরা জানান—সমঝোতার মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে। মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষককে পুনর্বহাল করা এখন সময়ের দাবি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবেদনটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে সমাধানের আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :