শোক সংবাদ -শীমন চৌধুরীর আম্মার মৃত্যুতে আব্দুল মতিন লাকীর গভীর শোক প্রকাশ


admin প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন /
শোক সংবাদ -শীমন চৌধুরীর আম্মার মৃত্যুতে আব্দুল মতিন লাকীর গভীর শোক প্রকাশ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, হবিবপুরের সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব বজলু রশিদ চৌধুরী সাহেবের সহধর্মিণী এবং শীমন চৌধুরী ও শাহজান চৌধুরীর আম্মার মৃত্যুতে সমবেদনা যানিয়েছেন জনাব,আব্দুল মতিন লাকী,  সম্পাদকীয় সভাপতি   জগন্নাথপুর নিউজ অনলাইন।

উনি অত্যান্ত ভালো মানুষ ছিলেন। আজ ২৯-০৬-২০২৫ রবিবার বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। উনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।