স্টাফ রিপোর্টার :
মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথপুরের তরুণের মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. খাইরুল ইসলাম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খাইরুল জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খাইরুল ইসলাম তাঁর মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হন। সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সুবিধপুর পয়েন্টে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে খাইরুল ইসলাম এবং তাঁর দুই বন্ধু রাজন মিয়া (২১) ও হৃদয় মিয়া (২১) গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে খাইরুল ইসলাম মারা যান।
নিহতের স্বজনরা জানান, খাইরুল বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলেন এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ধাক্কা দিয়ে অপর মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। খাইরুলের দুই বন্ধুও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :